তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

একই হাসপাতালে একসঙ্গে অন্তঃসত্ত্বা ১৪ নার্স!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
একই হাসপাতালে একসঙ্গে অন্তঃসত্ত্বা ১৪ নার্স!

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন—এমন এক বিরল ও চমকপ্রদ ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাদের প্রত্যেকের সন্তান জন্মদানের সম্ভাব্য সময়ও কাছাকাছি।

রোববার (১১ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানায়, শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত এই হাসপাতাল প্রতিদিনই কোনো না কোনো প্রসূতির জন্মপরবর্তী সেবায় ব্যস্ত থাকে। সেইসব নবজাতকের যত্ন নেওয়া যাদের নিত্যদিনের কাজ, এবার তারাই নিজেরা মা হতে চলেছেন।

হাসপাতালের নারী ও শিশু বিভাগের পরিচালক অ্যামি বার্ডন বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। আমাদের অনেক সহকর্মী এবারই প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। অন্য নার্সরাও তাদের সহকর্মীদের এই নতুন যাত্রায় দারুণভাবে উৎসাহিত করছেন।”

এমন ব্যতিক্রমধর্মী ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে তাদের মনে কিছুটা উদ্বেগও কাজ করছে। কেননা, একই বিভাগে এতজন নার্স একসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে গেলে ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তবে এখন পর্যন্ত প্রত্যেকে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

এই ১৪ জন অন্তঃসত্ত্বা নার্সের মধ্যে একজন হলেন অ্যাশলিন শর্ট। তিনি ২০১৩ সাল থেকে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নার্স হিসেবে কাজ করছেন এবং বর্তমানে হাসপাতালের উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টারে কর্মরত। এবছর আগস্টে তিনি তাঁর পঞ্চম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার চার সন্তানের বয়স যথাক্রমে ২, ৪, ৭ ও ৯ বছর।

অ্যাশলিন শর্ট বলেন, “প্রথমবার অন্তঃসত্ত্বা নার্সদের সহকর্মী হিসেবে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারাটা সত্যিই আনন্দের। আমাদের কাজের পরিবেশ একেবারে পরিবারের মতো। তাই সবাই একসঙ্গে এই যাত্রায় থাকায় বিষয়টি আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠেছে।”

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। যারা প্রতিদিন সন্তান জন্মের সাক্ষী থাকেন, এবার তারা নিজেরাই সেই অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন। এটা অসাধারণ এক অনুভূতি।”

বিশ্বজুড়ে এই খবর ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এক কর্মস্থলে এত নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়া সত্যিই বিরল ঘটনা। মানবিক সংবেদনশীলতা, নার্সদের মধ্যে পারস্পরিক বন্ধন এবং পেশাদারিত্ব—সবই যেন এই এক ঘটনায় প্রকাশ পেল। সূত্র: ইউএসএ টুডে, বিবিসি

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...