যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন—এমন এক বিরল ও চমকপ্রদ ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাদের প্রত্যেকের সন্তান জন্মদানের সম্ভাব্য সময়ও কাছাকাছি।
রোববার (১১ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানায়, শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত এই হাসপাতাল প্রতিদিনই কোনো না কোনো প্রসূতির জন্মপরবর্তী সেবায় ব্যস্ত থাকে। সেইসব নবজাতকের যত্ন নেওয়া যাদের নিত্যদিনের কাজ, এবার তারাই নিজেরা মা হতে চলেছেন।
হাসপাতালের নারী ও শিশু বিভাগের পরিচালক অ্যামি বার্ডন বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। আমাদের অনেক সহকর্মী এবারই প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। অন্য নার্সরাও তাদের সহকর্মীদের এই নতুন যাত্রায় দারুণভাবে উৎসাহিত করছেন।”
এমন ব্যতিক্রমধর্মী ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে তাদের মনে কিছুটা উদ্বেগও কাজ করছে। কেননা, একই বিভাগে এতজন নার্স একসঙ্গে মাতৃত্বকালীন ছুটিতে গেলে ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তবে এখন পর্যন্ত প্রত্যেকে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
এই ১৪ জন অন্তঃসত্ত্বা নার্সের মধ্যে একজন হলেন অ্যাশলিন শর্ট। তিনি ২০১৩ সাল থেকে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নার্স হিসেবে কাজ করছেন এবং বর্তমানে হাসপাতালের উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টারে কর্মরত। এবছর আগস্টে তিনি তাঁর পঞ্চম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার চার সন্তানের বয়স যথাক্রমে ২, ৪, ৭ ও ৯ বছর।
অ্যাশলিন শর্ট বলেন, “প্রথমবার অন্তঃসত্ত্বা নার্সদের সহকর্মী হিসেবে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারাটা সত্যিই আনন্দের। আমাদের কাজের পরিবেশ একেবারে পরিবারের মতো। তাই সবাই একসঙ্গে এই যাত্রায় থাকায় বিষয়টি আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠেছে।”
হাসপাতালের এক কর্মকর্তা বলেন, “এই ঘটনা যেন একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। যারা প্রতিদিন সন্তান জন্মের সাক্ষী থাকেন, এবার তারা নিজেরাই সেই অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন। এটা অসাধারণ এক অনুভূতি।”
বিশ্বজুড়ে এই খবর ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এক কর্মস্থলে এত নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়া সত্যিই বিরল ঘটনা। মানবিক সংবেদনশীলতা, নার্সদের মধ্যে পারস্পরিক বন্ধন এবং পেশাদারিত্ব—সবই যেন এই এক ঘটনায় প্রকাশ পেল। সূত্র: ইউএসএ টুডে, বিবিসি