তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

একনেকে ১২ প্রকল্প অনুমোদন: ব্যয় ৮১৪৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন: ব্যয় ৮১৪৯ কোটি টাকা

 হাজার ১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা। এছাড়া, বৈদেশিক ঋণ থেকে আসবে ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা, এবং আবেদনকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৫২ কোটি ২৮ লাখ টাকা।

একনেক সভায় যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষা, কৃষি, নারী ক্ষমতায়ন ও জ্বালানি খাতে আধুনিকায়ন। নিচে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরা হলো-

১. কর্ণফুলী নদীর তীরবর্তী সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত, ৪র্থ বার বৃদ্ধি)

মন্ত্রণালয়: গৃহায়ন ও গণপূর্ত

বিবরণ: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের জন্য অনুমোদন। এটি এলাকার ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সহায়ক হবে।

২. ২০টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন

মন্ত্রণালয়: স্বরাষ্ট্র

বিবরণ: দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২টি নতুন ও ৮টি পুরাতন স্টেশন পুনঃনির্মাণের মাধ্যমে জরুরি সেবার সক্ষমতা বাড়ানো হবে।

৩. বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ সুবিধা (২য় সংশোধিত)

উদ্দেশ্য: সমুদ্র নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ডের জন্য অত্যাধুনিক লজিস্টিক ও ফ্লিট মেইনটেন্যান্স সুবিধা তৈরি।

৪. গ্রামীণ স্যানিটেশন প্রকল্প

মন্ত্রণালয়: স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায়

লক্ষ্য: পল্লী এলাকায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ করে জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন।

৫. বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (৩য় সংশোধিত)

লক্ষ্য: পানি নিষ্কাশন উন্নয়ন এবং শহর এলাকায় জলাবদ্ধতা কমাতে এই প্রকল্প গৃহীত হয়েছে।

৬. বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প

মন্ত্রণালয়: রেলপথ

লক্ষ্য: পুরোনো রেললাইন মেরামত, সিগনালিং ব্যবস্থা আধুনিকীকরণ ও যাত্রীসেবার মানোন্নয়ন।

৭. মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)

মন্ত্রণালয়: প্রতিরক্ষা

লক্ষ্য: সেনাবাহিনীর বাসস্থান ও অফিস ব্যবস্থার উন্নয়ন।

৮. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প

মন্ত্রণালয়: শিক্ষা

বিবরণ: শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অবকাঠামো সম্প্রসারণ, ল্যাব ও শ্রেণিকক্ষ নির্মাণ।

৯. উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (২য় পর্যায়)

মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক

লক্ষ্য: নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন।

১০. বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর সম্প্রসারণ (১ম সংশোধিত, ৪র্থ বার বৃদ্ধি)

মন্ত্রণালয়: সংস্কৃতি

লক্ষ্য: লোকজ সংস্কৃতি সংরক্ষণ, প্রদর্শনী ব্যবস্থার আধুনিকীকরণ এবং পর্যটন উন্নয়ন।

১১. কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প

মন্ত্রণালয়: কৃষি

লক্ষ্য: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আলু, কচু, শালকচু, মিষ্টি আলু ইত্যাদি কন্দাল ফসলে গবেষণা সম্প্রসারণ।

১২. স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প (১ম সংশোধিত)

মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

বিবরণ: বিপিডিবির আওতায় বিদ্যুৎ বিতরণ জোনগুলোতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করে বিদ্যুৎ ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা।

পরিকল্পনা কমিশনের একজন সিনিয়র সদস্য বলেন, “এই প্রকল্পগুলো শুধু উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়ন, সেবা সহজীকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, “প্রত্যেকটি প্রকল্প জনগণের জীবনমান উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সুষ্ঠু বাস্তবায়নের জন্য আমরা সময়মতো পর্যবেক্ষণ চালাব।”

প্রসঙ্গত,  এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ১২তম একনেক সভা, যা নতুন অর্থবছরের প্রথম একনেক বৈঠক হিসেবেও চিহ্নিত হলো।

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...