তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

মাইলস্টোন ট্র্যাজেডি

পুরনো প্রযুক্তির যুদ্ধবিমান ও নিরাপত্তা প্রশ্নে যা বললেন বিমান বাহিনী প্রধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
পুরনো প্রযুক্তির যুদ্ধবিমান ও নিরাপত্তা প্রশ্নে যা বললেন বিমান বাহিনী প্রধান

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় পুরো দেশ শোকাহত। সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ চলাকালে বিমানটি আছড়ে পড়ে একটি স্কুল ভবনের ওপর। ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে ৩১ জন, আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ জন। অধিকাংশই শিশু শিক্ষার্থী। ঘটনার পরপরই যুদ্ধবিমানের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং পুরনো প্রযুক্তি নিয়ে নানা প্রশ্ন ওঠে। এসব প্রশ্নের জবাব দিতে মঙ্গলবার (২২ জুলাই) সরাসরি সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিনি জানান, বিধ্বস্ত হওয়া এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি প্রযুক্তিগতভাবে পুরনো হলেও তার কার্যক্ষমতা এখনও অক্ষুণ্ণ ছিল এবং বিমান বাহিনী রক্ষণাবেক্ষণে কোনো রকমের শিথিলতা করে না। তাঁর ভাষায়, “প্রত্যেকটা বিমানেরই একটা নির্দিষ্ট ‘লাইফ টাইম’ থাকে। এ ধরনের বিমানের ৩০ বছরের কার্যক্ষমতা থাকে। বয়স নয়, রক্ষণাবেক্ষণই আসল বিষয়।”

ঘটনার সময় তিনি তুরস্ক সফরে থাকলেও সংবাদ পাওয়ার পরপরই দেশে ফিরে আসেন। সেই বেদনাদায়ক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, “সংবাদটি পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এ এক অপূরণীয় ক্ষতি, যা কখনো পূরণীয় নয়।”

‌বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন একজন তরুণ এবং অভিজ্ঞ এভিয়েটর। তিনি শেষ মুহূর্তে চেষ্টা করেন বিমানটিকে জনবসতিহীন একটি স্থানে নামাতে। এজন্য সময়ক্ষেপণ হওয়ায় ইজেকশন সিস্টেম (বিমান থেকে জরুরি প্রস্থানের প্রযুক্তি) ব্যবহার করে বের হয়ে আসার সুযোগ পাননি। বিমান বাহিনী প্রধান বলেন, “তিনি নিয়ন্ত্রণ হারানোর পরও চেষ্টা করেছেন যেন ঘনবসতিপূর্ণ এলাকার ওপর না পড়ে। তার এই আত্মত্যাগ আমাদের হৃদয় স্পর্শ করে।”

‌বিমান বাহিনীর বহরে থাকা এফ-৭ বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধবিমান, যার উৎপাদন বন্ধ হয় ২০১৩ সালে। যদিও বাংলাদেশ ২০১১ সালে এই মডেলের ১৬টি বিমান কিনে এবং তা ২০১৩ সালে বহরে যুক্ত হয়। এর ভিত্তি মূলত সোভিয়েত ইউনিয়নের মিগ-২১ যুদ্ধবিমানের উন্নত সংস্করণ। এ নিয়ে প্রশ্ন উঠলেও বিমান বাহিনী প্রধান পরিষ্কার ভাষায় বলেন, “এই বিমানগুলো আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি। বিদেশি প্রযুক্তি সরবরাহকারী দেশ থেকেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সামগ্রী ও সেবা সংগ্রহ করি। ইঞ্জিনের ফ্লাইট আওয়ারও মেনে চলা হয়। এক ঘণ্টাও অতিরিক্ত ওড়ানো হয় না।”

তবে তিনি স্বীকার করেন, প্রযুক্তিগতভাবে বিমানটি কিছুটা পিছিয়ে গেছে। “নতুন প্রযুক্তির যুদ্ধবিমান সংগ্রহে আমরা উদ্যোগ নিয়েছি,” জানিয়ে তিনি বলেন, “তবে উন্নত বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানও দুর্ঘটনায় পড়ে। কিছুদিন আগেই একটি এফ-৩৫ দুর্ঘটনায় পতিত হয়েছিল। গ্যারান্টি কেউ দিতে পারে না।”

‌উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কেন দেওয়া হচ্ছিল, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৯৮৫ সালে যখন আমি কুর্মিটোলা ঘাঁটিতে প্রশিক্ষণ নিতাম, তখন উত্তরা বলে কিছু ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে। আমাদের কুর্মিটোলা ঘাঁটিটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখান থেকে প্রধান শহর ও ভিআইপি এলাকা নিয়ন্ত্রণে থাকে।”

‌বিমানের ইঞ্জিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিমূলক তথ্যের প্রতি ইঙ্গিত করে বিমান বাহিনী প্রধান বলেন, “আমাদের কোনো কিছু গোপন করার নেই। যা ঘটেছে, তা দুঃখজনক। তবে প্রতিটি তথ্যই আমরা আইএসপিআরের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। দয়া করে গুজবে কান দেবেন না। শক্তিশালী বিমান বাহিনী দেশের সার্বভৌমত্বের রক্ষাকবচ। তাকে দুর্বল করার চেষ্টা করবেন না।”

তিনি আরও বলেন, “এই সঙ্কটে যারা গুজব ছড়াচ্ছেন, তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।”

‌তিনি জানান, ইতোমধ্যে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাইলট না থাকায় এবং বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় তদন্তে সময় লাগতে পারে। “তবে কোনো গাফিলতি বা ত্রুটি ধরা পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে,” আশ্বাস দেন তিনি।

‌এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, “আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি নিহতদের পরিবারগুলোর পাশে থাকবে বিমান বাহিনী ও সরকার।”

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...