তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

রাজধানীর সড়কে রুট পারমিট ছাড়াই চলাচল করে বিপুলসংখ্যক গণপরিবহন

বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
রাজধানীর সড়কে রুট পারমিট ছাড়াই চলাচল করে বিপুলসংখ্যক গণপরিবহন

রাজধানীর সড়কে রুট পারমিট ছাড়াই চলাচল করে বিপুলসংখ্যক গণপরিবহন। বিআরটিএ তালিকা অনুযায়ী বর্তমানে রাজধানীতে ৩৮৮টি অনুমোদিত রুট রয়েছে। তার মধ্যে বাসের অভাবে ২৯৩টি রুট বন্ধ রয়েছে। আর ১২ রুটের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত বাস চলাচল করছে। তাছাড়া ৩৪টি রুটে কয়েক গুণ বেশি বাস চলছে। তার মধ্যে কোনো রুট পারমিট ছাড়াই ১ হাজার ৬৪৬টি বাস চলছে। পাশাপাশি ২৭ হাজারের বেশি লেগুনা রাজধানীর সড়কে অবৈধভাবে দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটিএ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বেশির ভাগ বাসই রাজধানীতে রুট পারমিট ছাড়া চলছে। আবার কিছু কোম্পানির বাসের রুট পারমিট থাকলেও সেগুলো চলছে না নির্ধারিত রুটে। বরং বেশি যাত্রীর আশায় এক রুটেই একাধিক কোম্পানির বাস প্রতিযোগিতা করে চলাচল করছে। আর অসুস্থ প্রতিযোগিতার কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। ঢাকা মহানগরীতে কাগজে-কলমে ৯৫টি সক্রিয় রুটে ৭ হাজার ৯১টি বাস নিবন্ধিত রয়েছে। তার মধ্যে ৩ হাজার ৪২৭টি বাস নিজস্ব রুটে চলাচল করলেও অন্য রুটে চলাচল করে ২ হাজার ১৮টি বাস। তাছাড়া ১ হাজার ৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই ঢাকায় চলাচল করছে। আর ২০২৪ সালে অনুমতি ছাড়া ১৯টি কোম্পানি তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে। ২০টি বাস কোম্পানি নির্দিষ্ট সিলিং নম্বরের বাইরে অতিরিক্ত বাস পরিচালনা করছে। ৯টি বাস কোম্পানির মালিক প্রভাব খাটিয়ে আরটিসি কমিটি থেকে সিলিং নাম্বার বাড়িয়ে নিয়েছে। তাছাড়া কয়েকটি বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা আমদানিকারকের নামে বাস রুট দেয়া হলেও তা ভিন্ন নামে চলছে।

সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) তালিকা অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ থেকে গাজীপুর পর্যন্ত এ-২২৫ নম্বর রুটে বিভিন্ন অনুমোদন দেয়া হয়েছে মালিকের ১৫৮টি মোটরযান। কিন্তু রুট পারমিট ইস্যুকৃত মোটরযানের সংখ্যা মাত্র ৪২টি। বাস্তবে ওই রুটে চলাচল করে ১৮০টি গাড়ি। আবার অন্য রুটে পারমিট ইস্যুকৃত ২০টি গাড়ি থাকলেও রুট পারমিটবিহীন ৩৯টি গাড়ি চলাচল করে। তার মধ্যে ৮টি ফিটনেস মেয়াদোত্তীর্ণ মোটরযান রয়েছে। এ-২৩৪ রুটেও একই অবস্থা। শ্রাবণী ট্রান্সপোর্টের মদনগঞ্জ থেকে গুলিস্তান পর্যন্ত ৩৫টি বাসের অনুমোদন থাকলেও ১০৩টি বাস চলছে। তার মধ্যে অন্য রুটের ৮১টি বাস চলছে। তার মধ্যে  ১২টি রুট পারমিটবিহীন  ও ২৪টি বাসের অবৈধ।

সূত্র আরো জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হলেন ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) আহ্বায়ক। ওই কমিটিতে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও রয়েছে। বিআরটিএর ঢাকা অঞ্চলের পরিচালক ২২ সদস্যবিশিষ্ট ওই কমিটির সদস্য সচিব। কিন্তু গত পাঁচ বছরেও কমিটির কোনো বৈঠক হয়নি। আর বিগত ২০১৮ সাল থেকে ঢাকা মহানগরীতে বাস ও লেগুনার রুট পারমিট বন্ধ রয়েছে।

এদিকে এ বিষয়ে ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প­্যানার ধ্রুব আলম জানান, বেশি আয়ের আশায় পরিবহন মালিকরা এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলে যান। পরে বাসের নাম ও রং পরিবর্তন করে অনুমোদন ছাড়াই ওই রুটে চলাচল করে। ফলে কিছু রুটে অতিরিক্ত যানবাহন চলাচল করায় ট্রাফিক জট ও বিশৃঙ্খলা বাড়ছে। বাস রুট র‌্যাশনালাইজেশন কমিটির কার্যক্রম চলমান থাকা অবস্থায় রুট পারমিট দেওয়া হলে তা সাংঘর্ষিক হতো। তাই ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন কোনো রুট পারমিট দেয়া হয়নি। তাতে নতুন বাস পরিচালনা বন্ধ হয়ে গেছে। বিআরটিএ তালিকা অনুযায়ী ঢাকা মহানগরীতে ৩৮৮টি অনুমোদিত রুট রয়েছে। তার মধ্যে ১১০টি সচল রুট রয়েছে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে বাস রুট ভেরিফিকেশন শীর্ষক ট্রাফিক জরিপের নতুন ৯৫টি রুট পায়। তার মধ্যে ৫টি রুট ২০২১ সালেও সচল ছিল না, পরে চালু হয়েছে। আর ১৪টি রুটে বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...