তারিখ লোড হচ্ছে...
ইউটিউব লাইভ ই-পেপার
খুঁজুন
বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন, ১৪৩২
লোড হচ্ছে...

জাতীয় পার্টির শাসনামলে শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের বেশি মুল্যায়ন করা হয়েছে,সুনামগঞ্জে মে দিবসের আলোচনা সভায়..এড. মোঃ নাজমুল হুদা (হিমেল)

মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
জাতীয় পার্টির শাসনামলে শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের বেশি মুল্যায়ন করা হয়েছে,সুনামগঞ্জে মে দিবসের আলোচনা সভায়..এড. মোঃ নাজমুল হুদা (হিমেল)

সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেছেন,বিগত জাতীয়পার্টির নয়বছরের শাসনামলে দেশে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন বিল সংসদে পাশ করে দেশের জনগসাধারনের তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। যেখানে তৃণমূলের গ্রাম পর্যায়ের মানুষজন বিবিধ সমস্যা থেকে উত্তরনের সুযোগ পেয়েছিল। আমাদের সরকারের আমলে যেখানে কৃষক শ্রমিক ও জনতার গুরুত্বটা ছিল অপরিসীম। শ্রমিকদের বিভিন্ন দাবী ধাওয়া বাস্তাবয়ন কেবলই জাতীয়পার্টির সরকারের আমলে করা সম্ভব হয়েছিল। আগামীতে দেশের কৃষক,শ্রমিক জনতার সকল দাবী বাস্তবায়নে জাতীয়পার্টি কাজ করবে । তিনি আরো বলেন, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয়পার্টি জনগনের ভোটে নির্বাচিত হয়ে পূনরায় দেশ পরিচলানর সুযোগ পেলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে ফলে দেশে কোন শ্রমিক বেকার থাকবে না বলে আশ্বস্থ করেন।

বৃহম্পতিবার মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যেগে শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ^ম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল এমন মন্থব্য করেন।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক পার্টির সদস্য সেলিম উদ্দিনের পরিচলানায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাষ্টার, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক গোলাম হোসেন অভি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক হারুন মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এডভোকেট শাহ্ আলম (তুলিপ),জেলা জাতীয় পার্টির সদস্য ওমর ফারুক, আব্দুল মতিন জহুর মিয়া, এমদাদুল হক দিলরব, সফিকুল আলম উজ্জল,সাইদুল ইসলাম, আমির হোসেন, এনামুল হক শাহরুক, নুরুল ইসলাম, মোঃ আব্দুল বারি রুহেল, মোঃ আরিফজাহান, জুবায়ের আহমদ পারভেজ, শ্রমিক নেতা নুর মিয়া, শ্রমিক নেতা আকিনুর, আইয়ুব আলী ও প্রমুখ।

দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
দিরাইয়ে মদ্যপ অবস্থায় পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবক আটক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপের পাশে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর গ্রামের দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় যে তিনি মদ্যপ ছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রেসক্লাবের কমিটি পুণর্গঠন

বিয়ানীবাজার প্রেসক্লাবের কার্যকরী কমিটি পুণর্গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্য প্রবাস গমন করায় তাদের শুণ্য পদ পূরণ এবং কার্যক্রমকে আরোও গতিশীল করতে পূনর্গঠিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পুণর্গঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি সজীব ভট্রাচার্য (সময়ের আলো), সহ-সভাপতি হাসান শাহরিয়ার (দিবালোক) ও ফয়জুল হক শিমুল (সময়চিত্র), সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম (আগামী প্রজন্ম), যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় (নবদ্বীপ) ও মাছুম আহমদ (ক্রীড়ালোক), কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ (সংবাদ), প্রচার ও প্রকাশণা সম্পাদক আব্দুল খালিক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু (ম্যাপ টিভি), দপ্তর সম্পাদক সামিয়ান হাসান (আমাদের সময়), সদস্য যথাক্রমে খালেদ জাফরী, আতাউর রহমান (দেশ এডিশন), মো: জহির উদ্দিন (দিনকাল), আবুল হাসান (যুগভেরী), জসীম উদ্দিন (বিজয়ের কন্ঠ), এম এ ওমর (মুভি বাংলা), আমিনুল হক দিলু (শ্যামল সিলেট), শাকের আহমদ (এসআরআই টিভি) ও মিছবাহ উদ্দিন (রুপালী বাংলাদেশ)।

এদিকে সম্মানীত সদস্য হিসেবে ফারুক যোশী (যুক্তরাজ্য), মোস্তাফিজ শফি, আজিজুল পারভেজ, আলী আহমদ বেবুল (যুক্তরাজ্য), এম. হাসানুল হক উজ্জ্বল (যুক্তরাজ্য), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), শরিফুল হক মনজু (যুক্তরাষ্ট্র), ফুজেল আহমদ (কানাডা), জাকির হোসেন (যুক্তরাষ্ট্র), ফয়সল মাহমুদ (যুক্তরাজ্য), সুফিয়ান আহমদ (ফ্রান্স) ও মনোয়ার হোসেন লিটন (যুক্তরাষ্ট্র)-কে মনোনীত করা হয়েছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সংগঠনের সকল সহযোগী সদস্যকে পুর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
দিরাইয়ে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও কর্মচারী, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক স্বর্ণের দোকানের কর্মচারী। এ ঘটনায় দোকান মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার থানা রোড এলাকার কাজল বনিক ও কনক বনিকের মালিকানাধীন মেসার্স নূপুর জুয়েলার্স-এ কর্মচারী হিসেবে কাজ করতেন শ্রীমঙ্গল থানার সবুজবাগ গ্রামের রতন দে’র ছেলে রনি দে (৩০)। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো দোকান খুলে স্বাভাবিক কার্যক্রম শুরু করেন তিনি। কিছুক্ষণ পর অপর কর্মচারী দোকান থেকে বাইরে গেলে, দীর্ঘ সময় রনির খোঁজ না পেয়ে মালিক তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করেন, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়।

পরে রনির স্ত্রী প্রমা দে’র কাছে তার খবর জানতে চাইলে তিনি জানান, দোকানে কাজ আছে বলে সকালে বেড়িয়ে গেছে। মোবাইল ফোনও বন্ধ।

অপর আরকটি চাবি দিয়ে ড্রয়ার খোলা হলে দেখা যায় সেটি খালি। সিসিটিভি ফুটেজে সকাল ৮টা ৩২ মিনিটে দেখা যায়, স্বর্ণালংকারগুলো রনি একটি কাগজে মুড়িয়ে প্যান্টের পকেটে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

কাজল বনিক ও কনক বনিক জানান, একটি বিয়ের জরুরি কাজের জন্য রনিকে ১ ভরি ৬ আনা স্বর্ণ (বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয়েছিল। সেই স্বর্ণ নিয়েই তিনি উধাও হয়েছেন।

এ ঘটনায় দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন কাজল বনিক। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে দোকান বন্ধ করার আগে রনিকে বলা হয়েছিল সকালে স্বর্ণালঙ্কার তৈরি করে রাখতে। কিন্তু ঘটনার দিন সকালে সুযোগ বুঝে স্বর্ণালঙ্কারসহ গা-ঢাকা দেন তিনি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...