
চলতি মে মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ২টি চার দিনের ম্যাচ খেলবে প্রোটিয়া ইমার্জিং দল। সিরিজকে সামনে রেখে সূচি চূড়ান্ত করা হয়েছে। প্রকাশ করা হয়েছে দুই দলের স্কোয়াডও। আগামী ৭ মে ঢাকায় পা রাখবে প্রোটিয়া ইমার্জিং দল। সেদিনই চলে যাবে রাজশাহী। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ১২ মে, রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে। ১৪ এবং ১৬ মে পরের দুই ওয়ানডেও একই স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে ২০ মে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সেই ম্যাচ শেষে ঢাকায় ফিরবে দুই দল। ২৭ মে দ্বিতীয় চার দিনের ম্যাচ মাঠে গড়াবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শেষে ৩১ মে বাংলাদেশ ছেড়ে দেশে ফিরে যাবে প্রোটিয়ারা। সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড দিয়েছে বিসিবি। দলের নেতৃত্বে আছেন আকবর আলী। তাছাড়া জিসান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বির মত উদীয়মান ক্রিকেটারদের রাখা হয়েছে স্কোয়াডে। স্কোয়াড দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়াদের নেতৃত্বে আছেন জর্জ মার্থিনাস ভ্যান হীরডেন।
বাংলাদেশ ইমার্জিং দল :
আকবর আলী (অধিনায়ক), মোঃ মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়হান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান। শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল :
জর্জ মার্থিনাস ভ্যান হীরডেন (অধিনায়ক), এম্মিকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্ট, মুহাম্মদ মান্যাক, সেসোনা সেপো এনডওয়ানডওয়া, এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, অনকমোডিৎসে রিচার্ড সেলেটসোয়ানে, সেপো ইনোসেন্ট এনটুলি, এনটানদোয়েনকোসি জিমিলে জুমা, কনর বয়েড এসটারহুইজেন, তিয়ান মাইকেল ভ্যান ভুরেন, আন্দিলে ওস্টিন সিমেলানে, আন্দিলে চার্লস মোগাকানে, রোমাশান-সোমা পিল্লাই, ডেওয়ান মারাইস।
আপনার মতামত লিখুন