Header Logo
Author Dipankar Banik
তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ণ

দিরাইয়ে দুর্গোৎসবের সব প্রস্তুতি সম্পন্ন ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় উৎসব

News Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠীপূজার মধ্য দিয়েই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দিরাইয়ে ৭০টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গতবার ছিল ৬১টি মণ্ডপে। নতুন ৯টি মণ্ডপ যোগ হওয়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দিরাই রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী ইষ্টানন্দ মহারাজ বলেন, “দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশ করে পৃথিবী আলোকিত করেন। তাঁর আগমনে জগৎ মঙ্গলময় হবে—এটাই আমাদের প্রার্থনা।”

পৌরসভার শ্রীশ্রী কালি মন্দির কমিটির সভাপতি অসীম রায় চৌধুরী জানান, “মহাষষ্ঠীতে সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।”

২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব চলবে টানা চার দিন। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের উৎসব।

Watermark