নওগাঁর মহাদেবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুলপির আঘাতে আহত হওয়া লিয়াকত আলী সরদার (৫০) নামে এক স্থানীয় বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাট-চকগৌরী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী সরদার উপজেলার ভীমপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে স্বরূপপুর গ্রামের কুড়ানু মন্ডলের ছেলে মঞ্জুরুল আলমের জমিতে রোপণ করা ধানের চারা বিনষ্ট করেন একই গ্রামের আনিছুর রহমানের ছেলে সাঈদ হোসেনসহ কয়েকজন। এ ঘটনার পর দিন সকাল সাড়ে ১০টার দিকে হাট-চকগৌরী বাজারে মঞ্জুরুল আলম ও তার বেয়াই বিএনপি নেতা লিয়াকত আলী সরদারের সঙ্গে সাঈদ হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সাঈদ হোসেন সঙ্গে থাকা লোহার রডের তৈরি একটি সুলপি দিয়ে প্রথমে মঞ্জুরুলকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর লিয়াকত আলী সরদারের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের আত্মীয় মঞ্জুরুল আলম বাদী হয়ে সাঈদ হোসেন, তার বাবা আনিছুর রহমানসহ পাঁচজনকে আসামি করে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।