Header Logo
Author Dipankar Banik
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

পুঠিয়ায় বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক আটক

News Image

পুঠিয়ায় বলাৎকারের দায়ে রফিকুল ইসলাম(২১) নামের এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম পুঠিয়া রাজবাড়ির মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক। গত সোমবার (২২ সেপ্টম্বর) দিবাগত রাত্রি সাড়ে ১২টার দিকে উক্ত মাদ্রাসার ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্দ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকে মারধোর করে। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ রফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকাবাসী  সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় মাদ্রাসার ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এসময় শিক্ষক রফিকুলের কক্ষে থাকা এক ছাত্রকে মুখে বালিশ চাপা দিয়ে বলাৎকার করে। পরদিন দুপুরে ভুক্তভোগী ছাত্র বাড়ি গিয়ে তার বাবাকে এ বিষয়ে জানালে তার বাবা পুঠিয়া থানায় অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রের বাবা থানা অভিযোগ করার রফিকুলকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে এ কর্মকর্তা জানান।

Watermark