সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর প্যারী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী বৈষ্ণব (৩৮) আর নেই।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার দুপুরে নিজ গ্রাম কামালপুরে তাকে সমাহিত করা হয়।
বিউটি রানী বৈষ্ণব দিরাই রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শিশির কুমার অধিকারীর স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। দেশে ও ভারতে চিকিৎসা করানো হলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি। তবে সব চেষ্টা বিফলে দিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ এক শোকবার্তায় বিউটি রানী বৈষ্ণবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।