সুনামগঞ্জের দিরাই বাজার মহাজন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭৬৭ জন ভোটারের মধ্যে ৭২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যা ৭টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি নুরুল হক, সহসভাপতি হান্নান অর রশীদ, সাধারণ সম্পাদক মো. আল মাসুদ, সহসাধারণ সম্পাদক জুলহাস আহমদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া।
নির্বাচনকে কেন্দ্র করে দিরাই বাজার এলাকায় প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে দিনভর উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল।