Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ

৯ দিনের সফরে পাকিস্তানে স্বরাষ্ট্রসচিব

News Image
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে নয় দিনের সফরে ইসলামাবাদে পৌঁছেছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানে পৌঁছালে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাস ও মাদক দমন, পুলিশ একাডেমিগুলোর প্রশিক্ষণ বিনিময়, রোহিঙ্গা সংকটে সহযোগিতা এবং পারস্পরিক সহাবস্থান বিষয়ে আলোচনা হবে। সফরকালে মাদক পাচার ও অপব্যবহার প্রতিরোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ারও কথা রয়েছে।
এ ছাড়া ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ও করাচিতে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি পাকিস্তানে বাস্তবায়িত সেফ সিটি প্রকল্প, পুলিশ একাডেমি এবং অভিবাসন ও পাসপোর্ট মহাপরিদপ্তরও পরিদর্শন করবেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে স্বরাষ্ট্রসচিবের।
Watermark