Header Logo
Author Dipankar Banik
তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ণ

দিরাই বাজার মহাজন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত লিটন তালুকদার লিটু

News Image

সুনামগঞ্জের দিরাই বাজার মহাজন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ কে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিটন তালুকদার লিটু।

মোবাইল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী শেষ প্রচারণায় মাঠে নেমেছেন তিনি। এর আগেও নির্বাচনী এলাকায় প্রতিদিনই তার কর্মী-সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। বাজারে, বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণসহ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইছেন তারা।

প্রচারণার সময় লিটন তালুকদার লিটু বলেন, আমি যদি সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে দিরাই বাজার মহাজন সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং সার্বিক স্বার্থে নিরলসভাবে কাজ করে যাব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক তরুণ কর্মী-সমর্থক। তারা ভোটারদের উদ্দেশ্যে লিটন তালুকদার লিটুকে সমর্থন দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে দিরাই বাজারে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুতি নিচ্ছেন।

 

Watermark