Header Logo
Author Dipankar Banik
তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ

দিরাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

News Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও দিরাই পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী, জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল বাছির সরদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ডালিম মিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার শিশির কুমার দাস, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য স্বাধীন কুমার চৌধুরী, দীপংকর বনিক, প্রধান শিক্ষক অসীম চৌধুরী, সুদীপ্ত দাস, শিক্ষক বিষ্ণুপদ সরকার, পূজা কমিটির সদস্য দিলীপ তালুকদার, ধনু নন্দীসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রধান উৎসব,। তাই সবাইকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সুশৃঙ্খল ভাবে উৎসবটি উদযাপন করার জন্য সংশ্লিষ্ট পূজা কমিটিকে আহবান জানানে হয়। সেজন্য উপজেলা,প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন,পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেয়া হয়। সভায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও আলোকসজ্জা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পূজাকালীন সময়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে করণীয় দিকনির্দেশনা দেন বক্তারা।

সভায় জানানো হয়, চলতি বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত বছর এ সংখ্যা ছিল ৬২টি।

Watermark