Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ

‘উৎসব’ পার করে ভৌতিক গল্পে ফিরলেন আফসানা মিমি

News Image

বাংলাদেশের চলচ্চিত্র ও ওয়েব জগতে নিয়মিতভাবে মুখ দেখা যাওয়া অভিনেত্রী আফসানা মিমি আবারও বড় পর্দায় ফিরছেন। কোরবানির ঈদে তানিম নূরের ব্যবসাসফল ছবি ‘উৎসব’-এ অংশগ্রহণের পর এবার তাকে ভৌতিক গল্পে দেখা যাবে। রায়হান রাফীর পরিচালনায় ‘আন্ধার’ ছবিতে অভিনয় শুরু করেছেন মিমি।

শুটিং ইতোমধ্যে শুরু হলেও গোপনীয়তার স্বার্থে ছবির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। এছাড়া চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার ও ফারজানা-র মতো গুণী অভিনয়শিল্পীরাও অংশ নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

এই ছবির গল্প রচনা করেছেন দেশের দুই ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন ও সাকিব চৌধুরী। বিষয়বস্তুর গোপনীয়তা বজায় রাখার কারণে সংশ্লিষ্টরা আরও তথ্য প্রকাশ করছেন না। তবে অভিনেত্রী মিমির এই নতুন অবতারণা ভক্তদের মধ্যে কৌতূহল ও প্রতীক্ষার উদ্দীপনা সৃষ্টি করেছে।

আফসানা মিমি দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর নিয়মিতভাবে সিনেমা ও ওয়েব সিরিজে উপস্থিত হচ্ছেন। ‘উৎসব’ তার ক্যারিয়ারের সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য অধ্যায় হলেও ভৌতিক থ্রিলার ‘আন্ধার’ নতুন দিক উন্মোচনের সুযোগ দেবে অভিনেত্রীকে।

Watermark