Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ণ

অতিরিক্ত সচিব এর সাথে নব নির্বাচিত সিএইচসিপি অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

News Image

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আক্তারুজ্জামান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন নব নির্বাচিত সিএইচসিপি অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগের নেতৃবৃন্দ, এ সময় উপস্থিত ছিলেন সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।

আজ (১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং) বিকালে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের কার্যালয়ে সাক্ষাতকালে সিএইচসিপি ঢাকা বিভাগ নেতৃবৃন্দ ব্যবস্থাপনা পরিচালক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ব্যবস্থাপনা পরিচালক ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

নব নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বলেন কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বেগবান করতে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করতে হবে। স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ ফোন দিয়ে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে সিসিতে আগত রোগীর জন্য। বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সূত্রে মর্মে জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দ্রুত ২২/২৩ সালে নিয়োগকৃত দের বেতন ভাতা প্রদান, তাদের ট্রাস্টে ন্যস্তকরণ সহ, গ্রেড সংশোধন, প্রবিধি এবং প্রবিধানের বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সচিব মহোদয় কে অনুরোধ করেন।

ঢাকা বিভাগের সভাপতি রেজাউল করীম মুল্লা, সাধারণ সম্পাদক দানিয়েল বাসার রুমেল এবং সাংগঠনিক শাকিল চৌধুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ চৌধুরী, গাজীপুর জেলা সভাপতি শহীদুল ইসলাম, টাঙ্গাইল জেলা সভাপতি মাসুদ সিদ্দিকী, নরসিংদী জেলা সভাপতি শাহিন সরকার, শরীয়তপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ হোসেন, কিশোরগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সভাপতি পনব ঘোষ, রাজবাড়ী সভাপতি সুমন গাজী, শরীয়তপুর জেলা সহ সভাপতি সুমন মাদবর, কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, শরীয়তপুর জেলা সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হোসেন, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক রাসি উদ্দিন, মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রাজ, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সোহেল হোসেন, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শিমুল খান মনির, মুন্সিগঞ্জ জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা পারভীন সাফা, কল্পনা আক্তার, টাঙ্গাইল জেলার সজিব সিদ্দিকী, গাজীপুর জেলার মিযান খান শিমুল, ঢাকা ধামরাই উপজেলা সভাপতি নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন, কেরানীগঞ্জ উপজেলার সাহেদ মাহবুব প্রমুখ

Watermark