Header Logo
Author Dipankar Banik
তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ

দিরাইয়ে মুশতাক গাজীনগরীর হত্যার প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

News Image
সুনামগঞ্জের দিরাইয়ে আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দিরাই উপজেলা শাখা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর দিরাই বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন—দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, সভাপতি মাওলানা মুহি উদ্দীন কাসেমী, সহ-সভাপতি হাফিজ আকমল হোসেন ও মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরিফপুরী, সদ্য বিদায়ী জেলা ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিমসহ জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা মুশতাক গাজীনগরী ছিলেন দেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা আরও বলেন, আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এ ধরনের হত্যাকাণ্ড থামবে না।
বিক্ষোভ শেষে একটি মিছিল দিরাই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক আহমদ। ওই রাত সাড়ে ১০টার দিকে স্ত্রীকে ফোন করে তিনি জানান, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন তাঁর স্ত্রী শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর ইটবাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
Watermark