Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিসিএইচসিপিএ‘র ঢাকা বিভাগীয় কমিটি গঠন সম্পন্ন

News Image

বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে “মেট্রো লাউঞ্জ পার্টি সেন্টার এন্ড রেষ্টুরেন্টে” ঢাকা বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ শাহীন সরকারের সভাপতিত্বে, সদস্য সচিব শিফাত আহমেদ খান অস্থিরের সঞ্চালনায় বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিভাগের ১৩ জেলার সভাপতি সম্পাদকের প্রত্যক্ষ সমর্থনে ঢাকা বিভাগীয় সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফরিদপুর জেলা সভাপতি রেজাউল করিম মুল্লা, সাধারণ  সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক দানিয়েল বাসার রুমেল, সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা সভাপতি শাকিল চৌধুরী কে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট অ্যার্টনি জেনারেল এ্যাড. মো: আবু সালেহ আপেল মাহমুদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও রাজশাহী বিভাগ সভাপতি ফেরদৌস হোসেন তুহিন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আকরাম চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মাঈন উদ্দিন রাহাত।

প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের এসিস্ট্যান্ট অ্যার্টনি জেনারেল এ্যাড. মো আবু সালেহ আপেল মাহমুদ বলেন, একটি সংঘবদ্ধ সংগঠন যে কোন দাবী আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে।  ২০১৮ সালের আন্দোলন পরবর্তী সময় থেকে আপনাদের কেন্দ্রীয় সংসদের সভাপতির সাথে আমার সাথে সম্পর্ক তিনি বারংবার আপনাদের দাবীদাওয়া সম্পর্কে অবহিত করেছেন আমি সঠিক পরামর্শ প্রদানের চেষ্টা করেছি। বর্তমানে আমি সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল যে কোন প্রয়োজনে আপনারা আমার পরামর্শ এবং সহযোগিতা নিতে পারেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের সদস্য সুমন মাদবর, নির্বাচন কমিশনার কল্পনা আক্তার, কেন্দ্রীয় সংসদের সহ মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা সুখী, হাফিজা পারভীন সাফা, সাবিকুন নাহার ছবি, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক কাজী হেলাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক নিজাম নুর, নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল জেলা সভাপতি মাসুদ সিদ্দিকী,  নির্বাচন কমিশনার শরিয়তপুর জেলা সাধারণ সম্পাদক  খন্দকার মেহেদী হাসান সজিব,  গাজীপুর জেলা সভাপতি শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ চৌধুরী,  শরীয়তপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা সভাপতি পলাশ আহমদ, গোপালগঞ্জ জেলা সভাপতি পলাশ ঘোষ,রাজবাড়ী জেলা সভাপতি  সুমন গাজী, কিশোরগঞ্জ জেলা সভাপতি সাইফুল ভুইয়া, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রাজ, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,  ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল করীম,  গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সোহেল রানা, মাদারীপুর সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, রাজাবাড়ী সাধারণ সম্পাদক আবজাল হোসেন সজল, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শিমুল খান মনির। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Watermark