গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির রামগড় বাজারে মোবাইল কোর্টের অভিযানে একজন ভূয়া ডাক্তারকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে “আমজাদ মেডিকেল হল”-এ রোগীদের চক্ষু চিকিৎসা দিতে দেখা যায় রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে। তিনি কোনো ধরনের মেডিকেল ডিগ্রি বা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন বলে স্বীকার করেন।
বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ হওয়ায় মোবাইল কোর্ট তাকে ২২ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম জানান গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স আমজাদ মেডিকেল হলে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করা হয়েছে, এবং তিনি বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেননি, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।