Header Logo
Author Dipankar Banik
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ণ

দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৩

News Image

সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির ৪নং ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর গ্রুপ ও আব্দুস শহিদ গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—রাধানগর গ্রামের আব্দুস সালাম (৫৫), আবুল কাশেম (৫০) ও সাঈদ মিয়া (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তিন জনকেই সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিরাই পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর গ্রুপ ও আব্দুস শহিদ গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটার দিকে সভাপতি পদে আব্দুস শহিদকে বিজয়ী ঘোষনা করা হলে সংঘর্ষ বাধে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি গণমাধ্যমকে জানান- সভাপতি পদে আব্দুস শহিদকে বিজয়ী ঘোষনা করা হলে পরাজীত সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন আব্দুস শহিদ, আবুল কাশেম উপর অতর্কিত হামলায় গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। তিনি আরও বলেন- প্রান বাঁচাতে আব্দুর শহিদের ভাতিজা সাইদ মিয়া দৌড়ে মসজিদের ভিতর ঢুকে যায়, সেখানে জাহাঙ্গীর আলমের লোকজন তাকে হামলা করে গুরুতর আহত করে।

পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জানান, বিকেল ৩টা থেকে ভোট শুরু হয়ে রাত সাড়ে ৭টায় শেষ হয়। ফল ঘোষণা করে তিনি চলে আসার পর সংঘর্ষের খবর পান।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Watermark