Header Logo
Author Dipankar Banik
তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিয়ানীবাজারের সমাজসেবা কর্মকর্তা আহত

News Image

বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তী (৪৫) ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট–বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ থেকে অটোরিকশায় সিলেট শহরের উদ্দেশে রওনা দেন অনুজ কুমার। পথে হেতিমগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে তিন থেকে চারজন ছিনতাইকারী অটোরিকশার গতি রোধ করে। তারা অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর শরীরের ছয় জায়গায় ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বলেন, অনুজ কুমার চক্রবর্তী আগে থেকেই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। পথে ছিনতাইয়ের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

Watermark