সুনামগঞ্জের দিরাইয়ে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ইয়াবা সুহেল ৫০কে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দিরাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এএসআই প্রদীপ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। সে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/৪১। জিআর ৫৪/ ২৫ দিরাই মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে ইয়াবা সম্রাট সোহেল পলাতক ছিল।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সুহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা রয়েছে। চলতি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তার হওয়া সোহেল দিরাই পৌর শহরের চণ্ডিপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।