Header Logo
Author Dipankar Banik
তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ

দিরাইয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাবেল চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

News Image

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা গণমিলনায়তনে সমবেত হন।

র‌্যালির পূর্ববর্তী সময়ে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সভাপতিত্বতে ও উপজেলা বিএনপি’র সদস্য শোয়েব হাসানের সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা মানিক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ, সাবেক কাউন্সিলর জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, গত সতেরো বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দলের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একত্রিত হয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব। তিনি আরও বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় মাতৃস্নেহ থেকে বঞ্চিত রাখা হলেও তিনি এখনও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অঙ্গীকারবদ্ধ।

আলোচনা শেষে পাবেল চৌধুরীর নেতৃত্বে দিরাই গণমিলনায়ত প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো দিরাই উপজেলা সদরের প্রধান সড়ক।

Watermark