Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৫০৪ জন

News Image

নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

সর্বশেষ প্রকাশিত এই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব জানান, এর আগে গত ১০ আগস্ট যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে ভোটার ছিল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। নতুন তালিকায় আরও ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন যুক্ত হয়েছেন এবং মৃত ভোটার হিসেবে বাদ পড়েছেন ১ হাজার ৩৮ জন। ফলে চূড়ান্ত খসড়ায় ভোটার বেড়েছে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৪ জন।

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। সেই সময় প্রকাশিত হবে হালনাগাদ তালিকার তৃতীয় ধাপ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রতিবন্ধী ভোটারের আলাদা কোনো তালিকা তাদের হাতে নেই। তবে ভোটার তালিকার বিশ্লেষণ শেষে তা জানানো হবে এবং বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Watermark