সুনামগঞ্জের দিরাইয়ে চারদিন আগে নিখোঁজ মো. কপিল মিয়া (৩২)-এর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে।
শনিবার (৩০আগস্ট) বিকালে নিজ বসত বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোর থেকে মো. কপিল মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায় গত ২৮ আগস্ট নিখোঁজ সংবাদ দিরাই থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুর্গন্ধ ছড়িয়ে পড়লে গ্রামের লোকেরা খোঁজাখুজি করে বাড়ির পাশের পরিত্যাক্ত ঝোপ ঝাড় থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় কপিল মিয়ার অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।