Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ

পটিয়া বাইপাসে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৫

News Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গিরিস চৌধুরী বাজার বাইপাস রোডের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।পটিয়া ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষের পরপরই তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Watermark