বিয়ানীবাজারে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ‘বৈদিক চর্চাকেন্দ্র’-এর চতুর্থ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় শতবর্ষের প্রাচীন দেবপীঠ পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন ও আলোচনা করেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দজী মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিবারন চন্দ্র দাস, সমাজসেবক রতনমনি মোহন্ত, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দিলীপ কুমার পাল, লক্ষীকান্ত দাশ, অরুণ কান্তি তালুকদার, প্রফেসর হৃষিকেশ ধর, সুব্রত চক্রবর্তী, বন কর্মকর্তা অরুণ কুমার তালুকদার, শিক্ষক নীলেন্দু ভট্টাচার্য ও রান্টু রঞ্জন রায়।
পূজনীয় মহারাজকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক সংগঠনের পাশাপাশি পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাসমিতি ও বিয়ানীবাজার সেলুন সমিতির ভক্তবৃন্দ।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে বৈদিক মন্ত্রপাঠ ও গীতা পাঠ পরিবেশন করেন বৈদিক চর্চাকেন্দ্রের শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে ‘ধর্মকথা ও প্রশ্নোত্তরে ধর্মানুসন্ধান’-এ ধর্মীয় বিষয়ে আলোচনা করেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দজী মহারাজ এবং ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় দলীয় সংগীত, আবৃত্তি ও শ্রুতি নাটকের সমন্বয়ে গীতি আলেখ্য ‘আলোর অন্বেষণে’। সন্ধ্যারতির মধ্য দিয়ে চতুর্থ বর্ষপূর্তি উৎসবের পরিসমাপ্তি ঘটে।