সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুরে অবস্থিত দিরাই রামকৃষ্ণ সেবাশ্রমে আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার দিনব্যাপী দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সেবাশ্রমে আগমন করবেন পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ, যিনি অধ্যক্ষ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশে নিযুক্ত রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু মহারাজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, দীক্ষানুষ্ঠানের আগের দিন অর্থাৎ ৩১ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে দিরাই রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে মহারাজকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করবেন শিষ্য ও ভক্তরা।
দীক্ষা গ্রহণে আগ্রহী ভক্তদের যথাসময়ে আশ্রম অফিসে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন রামকৃষ্ণ সেবাশ্রম সাধারণ সম্পাদক স্বামী ইষ্টানন্দ মহারাজ। তিনি জানান, “এটি একটি বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান। সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”
স্থানীয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে ইতোমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।