Header Logo
Author Dipankar Banik
তারিখ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বসুন্ধরার ডিলার গোডাউনে অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা

News Image

(জব্দ তেলের সমাধান নিরাপদ খাদ্য কার্যালয়ে)

লক্ষ্মীপুরে বসুন্ধরার ডিলার গোপালকৃষ্ণ বণিকের গোডাউনে অভিযান চালানো হয় । সকালে  নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও সহকারী কমিশনার  (ভূমি) অভিদাস লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেহমুনী মনসা বাড়ি এলাকায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক এর গোডাউনে অভিযান পরিচালনা করেন। এসময় লেভেলে মিথ্যা তথ্য সম্বলিত  ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও নকল সিল, নকল তেল রাখার  অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মেসার্স গোপাল কৃষ্ণ বণিকের  ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিপুল পরিমান নকল মাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান শেষ হওয়ার পর নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধুর চক্রবর্তী নির্দেশে সন্দেহকৃত কয়েক কার্টন মধুমতি তেল জব্দ করা হয় এবং চারটি তেলের বোতল তাদের অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এগুলো পরীক্ষার পরে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী সিদ্ধান্ত দেওয়ার পরে  তেলগুলো বিক্রি করতে পারবেন বলে তিনি বলেন।

এবং সমাধানের জন্য  মালিক গোপাল কৃষ্ণকে  তাদের অফিসে যাওয়ার জন্য নির্দেশ দেন।ভ্রাম্যমান আদালত পরিচালনায় জরিমানার পর পুনরায় নিরাপদ খাদ্য কার্যালয়ে গিয়ে সমাধানের  বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক, তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

Watermark