সুনামগঞ্জের দিরাই পৌর শহরে মাদকবিরোধী অভিযানে ছয় মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আদনান আরিফ রিফাতের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হল—দাউদপুর গ্রামের আবুল বশর (৭০), হারানপুর গ্রামের রথীন্দ্র বিশ্বাস (২৮), বাগবাড়ী গ্রামের আমজাদ হোসেন (২২), আনোয়ারপুর গ্রামের আনোয়ার হোসাইন (২১), জগদল গ্রামের মো. মুছা ইসলাম (২৩) এবং শান্তিগঞ্জ উপজেলার টাইলা গ্রামের ইকবাল হোসেন (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট অভিজিৎ সুত্রধর ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।