সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক রাজনপুর গ্রামে পূর্ববিরোধের জেরে নগদ দুই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় একই গ্রামের ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে রাজনপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে আব্দুর রহিম বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার হন। তাঁর অভিযোগ, দুবাই প্রবাসী মামাতো ভাইয়ের ভিসা প্রসেসিংয়ের জন্য বড় বোনের কাছ থেকে দুই লাখ টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ আলী আহমদ, স্বাধীন মিয়া ও তাঁর স্ত্রী রুবেনা বেগম দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করে নগদ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে যায়।
এ ঘটনায় ১৯ আগস্ট আব্দুর রহিম বাদী হয়ে আলী আহমদ (৪০), স্বাধীন মিয়া, ইজাজুল মিয়া, আব্দুল্লাহ, রহমত আলী ও রুবেনা বেগমকে আসামি করে ছাতক জোনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় গ্রহণ করা হয়।
আব্দুর রহিম অভিযোগ করেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাঁর বসতভিটার জায়গা ও চলাচলের রাস্তা দখল করে রেখেছে। প্রতিবাদ করলে তাঁকে ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানান।
অভিযুক্ত আলী আহমদ ও স্বাধীন মিয়া মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করেন। ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, আদালতে মামলা হলেও কপি থানায় আসেনি। কপি হাতে এলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।