সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে ভারতীয় চারটি অবৈধ এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার ভোরে কাটারী এলাকায় এ অভিযান চালান। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই টহল জোরদার করা হয়। তবে অস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ভোরে তল্লাশিতে চারটি এয়ার গান পাওয়া যায়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।