Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৫০ অপরাহ্ণ

ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

News Image

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছাবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসহাক দার মূলত খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে ফিরোজায় যাবেন বলে জানা গেছে। এর বাইরে বিএনপি নেতাদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। দুই দিনের সফরে ইসহাক দার বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসহাক দারের এ সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।

Watermark