সিলেট, ২২ আগস্ট (শুক্রবার): অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে সিএইচসিপি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে বিভাগীয় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বিভাগীয় সাধারন সম্পাদক মো: লিংকন মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন নব- নির্বাচিত সভাপতি আকরাম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিলাল হোসেন এবং গীতা পাঠ করেন লিটন চক্রবর্তী। স্বাগত বক্তব্যে সভাপতি সভার আলোচ্যসূচি উপস্থাপন করে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, প্রবিধান গ্রেড সংশোধন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দ্রুত সময়ের মধ্যে সবার সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। পাশাপাশি সাংগঠনিক পরিচিতি সভার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একীভূত করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগ অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও দাবী আদায়ে সোচ্চার থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুসংগঠিত শৃঙ্খলা ও ঐক্য বিনির্মাণ করে ন্যায্য অধিকার আদায়ে সিলেট বিভাগীয় অ্যাসোসিয়েশন অঙ্গীকারবদ্ধ।
সভায় কেন্দ্রীয় সংসদকে দ্রুত সুযোগ-সুবিধা ও প্রবিধান গ্রেড সংশোধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সিএইচসিপিদের যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় সহ-সভাপতি বিলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাকির হোসেন ও লিটন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও রফিক আহমদ চৌধুরী, সহ-অর্থ সম্পাদক নিজাম নুর, দপ্তর সম্পাদক জাকির হোসেন ও রিমন চৌধুরী, প্রচার ও মিডিয়া সম্পাদক আবুল খায়ের, মোঃ আমিনুল ইসলাম ও আমজাদ চৌধুরী, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিজন পুরকায়স্থ, আইন ও মানবাধিকার সম্পাদক জিয়াউল সেলিম, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃদুল দত্ত, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইসমাইল আল সানী, কার্যনির্বাহী সদস্য কে এম রুবেল, মাহবুবুল ইসলাম, কামাল উদ্দিন, মোঃ মুজাহিদ আলী, মতিলাল দত্ত, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সাবেক সিলেট জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।