Header Logo
Author Dipankar Banik
তারিখ: ২২ আগস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ

মান্দায় ভুটভুটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

News Image

ওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা খড়িবোঝায় ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মাসুদ রানা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা নওগাঁর আত্রাই উপজেলার কুশাতলা শলিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি নাচোল পল্লী বিদ্যুৎ অফিসে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী রোজি বর্তমানে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় সাব-ইন্সপেক্টর পদে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র জানায়, স্ত্রীকে নওগাঁ বাসস্ট্যান্ডে গাড়িতে তুলে দিয়ে কর্মস্থলে ফেরার পথে মাসুদ রানার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা খড়িবোঝায় ভুটভুটিতে ধাক্কা খেলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাসুদ রানার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Watermark