Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ

রামগড়ে অবৈধ সিসা তৈরি কারখানায় অভিযান।। মালিককে লক্ষ টাকা জরিমানা

News Image

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুর্গম পাহাড়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অপরাধে মালিককে ১ লাখ টাকা জরিমানা সহ কারখানাটি বন্ধ করেদেয় ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগষ্ট) দুপুর ১টারদিকে উপজেলা নির্বাহী অফিসার ও  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  কাজী শামীম এ অভিযান করেন।

উপজেলাস্থ ২নং পাতাছড়া ইউনিয়নের অর্ন্তগত থলিবাড়ি একাকায় অভিযুক্ত কারখানায় দায়িত্বরত ফজলুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ও ১৫/১ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
পরিবেশক্ষতি করে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় অবৈধভাবে এ কারখানায় ব্যাটারি থেকে সিসা অপসারণের পর গলিয়ে বাজার জাত করনের ফলে কৃষিজমি ও পরিবেশসহ পশুপাখির ব্যাপকভাবে ক্ষতি করে আসছিল বলে জানা গেছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তুলে এ সিসা গলানোর কারখানা। এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি গলানো হতো।  এর ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হত স্থানীয় মানুষের, দূষিত হতো চারপাশের পরিবেশ, নষ্ট হতো ফসল ও জমিসহ জীববৈচিত্র্য। কারখানাটি পাহাড়ে অবৈধভাবে প্রশাসনের চোখকে আড়াল করে নির্দ্বিধায় পরিচালনা করে আস ছিলো।
তিনি বলেন, এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, অবৈধ সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়তো পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সময় থেকে চলে আসছিল এই সব কারখানা। তিনি আরো বলেন, এলাকার জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Watermark