নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজকে সামনে রেখে নতুন ধাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দীর্ঘ অনুশীলন শেষে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে সিলেটে পৌঁছায়। এরপর বুধবার (২০ আগস্ট) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প।
এবারের ক্যাম্পে প্রতিদিন দুই সেশনে অনুশীলন হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম সেশন এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দ্বিতীয় সেশনে ঘাম ঝরাবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্যাম্পে মোট ২১ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।
প্রস্তুতির অংশ হিসেবে ২৪ ও ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ আগস্ট দুই দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা অংশ নেবেন অনুশীলন ম্যাচে। এ সময় প্রাথমিক দলের বাইরে থেকেও কয়েকজন ক্রিকেটার যোগ দিতে পারেন। সবশেষে নেদারল্যান্ডস সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা হলে বাকিরা সিলেট ক্যাম্প ছাড়বেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুটি ম্যাচ হবে ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।