Header Logo
Author Dipankar Banik
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ

দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News Image

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২০ আগস্ট)বেলা ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সভাপতিত্বে সজিব রশিদ চৌধুরী ও সদস্য সচিব রাকিব মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির আহমেদ এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহমেদসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করা হলে কিংবা জনগণকে বঞ্চিত করা হলে এই সংগঠন প্রথমেই প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাস্তায় নেমে আসে। বক্তারা আরও বলেন, বিএনপির অগ্রযাত্রায় স্বেচ্ছাসেবক দল সবসময় শক্তিশালী সহায়ক সংগঠন হিসেবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দুঃসময়ে, রাজনৈতিক আন্দোলনে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য।বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বলেন, দেশের সংকটময় মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত হতে হবে। তারা আশা প্রকাশ করেন, আগামীর আন্দোলন-সংগ্রামে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে এবং জনগণের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবে। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এরপর দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ফলজ বৃক্ষ রুপন করা হয়। এ সময় নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।

Watermark