Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ আগস্ট ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ণ

দেশে প্রথমবার বিনা অস্ত্রোপচারে হৃদযন্ত্রে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন

News Image

বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হলো নতুন মাইলফলক। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে মঙ্গলবার (১৯ আগস্ট) প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক রোগীর হৃদযন্ত্রে ভেনাস পি-ভালভ (Venus P-Valve) প্রতিস্থাপন করা হয়েছে। এই যুগান্তকারী চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করেন যুক্তরাজ্যের ইভেলিনা চিলড্রেনস হাসপাতালের খ্যাতিমান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা।

বাংলাদেশে এ ধরনের প্রতিস্থাপন চিকিৎসা এবারই প্রথম। আয়োজক কিডস হার্ট ফাউন্ডেশন জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) একই হাসপাতালে আরও দুইজন শিশুর হৃদযন্ত্রে ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন করা হবে। একইসঙ্গে আরেক শিশুর শরীরে মাই-ভালভ প্রতিস্থাপন করা হবে, যা দেশে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে।

এই প্রতিস্থাপন উপলক্ষে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস (এনসিআইপিসি)। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেসে দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা অংশ নিচ্ছেন। কংগ্রেসের অংশ হিসেবে ক্যাথল্যাব থেকে লাইভ ওয়ার্কশপে চিকিৎসকরা অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রত্যক্ষ করেছেন।

মঙ্গলবার সকালে কংগ্রেসের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নূরুন্নাহার ফাতেমা। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশিকে শিশু হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কনসালট্যান্ট অধ্যাপক ডা. ফজিলাতুন্নেসা মালিক, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. আবদুল্লাহ আল শাফি মজুমদার।

তারা বলেন, দেশে শিশু হৃদরোগ চিকিৎসায় এ সাফল্য একটি বড় অগ্রগতি হলেও সারাদেশে শিশুদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিটি জেলা পর্যায়ে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে ঢাকার বাইরে বিশেষায়িত চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় অনেক শিশু প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কংগ্রেসে উপস্থাপিত বৈজ্ঞানিক প্রবন্ধ ও আলোচনায় শিশু হৃদরোগ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি, আধুনিক প্রযুক্তি এবং বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ভেনাস পি-ভালভ প্রতিস্থাপন প্রক্রিয়ায় শল্যচিকিৎসার প্রয়োজন হয় না, ফলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক নূরুন্নাহার ফাতেমা বলেন, “এই কংগ্রেস বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি আরও বিস্তৃত করা হবে।”

বুধবার (২০ আগস্ট) কংগ্রেসের দ্বিতীয় দিনে আরও কয়েকটি জটিল শিশু হৃদরোগের লাইভ কেস সম্প্রচার করা হবে, যা উপস্থিত চিকিৎসকরা সরাসরি পর্যবেক্ষণ করবেন।

Watermark