Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

News Image

রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের প্রায় আধা ঘণ্টা দেরি হয়।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাওয়া ক্লাবের বিপরীতে অবস্থিত ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই মোট ১০টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু তীব্র যানজটে আটকে পড়ে গাড়িগুলো। প্রায় ২৭ মিনিট বিলম্বের পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রথম দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মাত্র দুই মিনিটের মধ্যেই, অর্থাৎ সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, “সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আমরা আগুন লাগার সংবাদ পাই। মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছিল। যানজটের কারণে দেরি হলেও ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Watermark