Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৬ আগস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষক দল ও উলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

News Image

সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর কৃষক দল এবং উপজেলা উলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়ার সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ক্র্যাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রুদ্র মিজান, রাজানগর ইউনিয়ন বিএনপির দেলোয়ার হোসেন দুলাল, জেলা তরুণ দলের আবুল ফজল আকাশ, উপজেলা তরুণ দলের আহ্বায়ক বাবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন অনিক, পৌর স্বেচ্ছাসেবক দলের তানভির রহমান ও রমিজ আলী, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সিজিল তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুল তালুকদার,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম দুলাল, পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুবক্কর, যুগ্ম আহ্বায়ক কাদির মিয়া তালুকদার,যুগ্ম আহ্বায়ক শাসছুল হক এবং উপজেলা উলামা দলের নবগঠিত কমিটির আহ্বায়ক রজব আলী মোল্লা।

আলোচনা শেষে উপজেলা ও পৌর কৃষক দল এবং উলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়।

Watermark