সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিশোর প্রতিদিনের মতো তার ৪ বছরের ভাগ্নীর সঙ্গে খেলতে গিয়ে ফাঁকা ঘরে পেয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে ওই শিশুটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করে জানতে পারি, শিশু মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তাকে সিলেটে স্থানান্তর করা হচ্ছে।
অভিযুক্ত কিশোর উপজেলার ধনপুর গ্রামের বাসিন্দা।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”