Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

News Image

রাজশাহীর পুঠিয়ায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবর (১১ই আগস্ট) বিকাল ৫ টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে পুঠিয়া সাংবাদিক সমাজের  সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া সাংবাদিক সমাজের সহ সভাপতি সাজেদুর রহমান জাহিদ, সহ সভাপতি মেহেদী হাসান, পুঠিয়া সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার, কোষাধ্যক্ষ এস, এম, আব্দুর রহমান, নির্বাহী সদস্য  ইউনুস আহাম্মেদ শিশির, সদস্য মাজেদুর রহমান (মাজদার) ও মারসিফুল ইসলাম সুইট। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভার শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Watermark