ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সহ-সভাপ্রতি ও সিলেট জেলা ছাএদলের প্রতিষ্টাকালীন সদস্য আনোয়ার হোসেন । তিনি বলেন, বিগত ১৭ বছর এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। স্বৈরশাসকের পতনের পর দেশ সংস্কারে কাজ করছে বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার। এতে সবচেয়ে বেশি সহযোগিতা করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সংস্কারের সহায়ক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলটির ৩১ দফা ইতোমধ্যে পেশ করা হয়েছে ড. ইউনূস সরকারের কাছে। পাশাপাশি সেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। তিনি আরও বলেন- তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ। হবে সুখি-সমৃদ্ধ বাংলাদেশ। আনোয়ার হোসেন আরো বলেন, প্রবাসী এই এলাকার জনগনের জন্য কাজ করতে চাই।