Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ

আপন মা ও মামাকে অভিযুক্ত করে থানায় অপহরণের মামলা

News Image

ছাতক থেকে। পারিবারিক কলহের জের ধরে ছাতকের কুমারকান্দি গ্রামের ইকবাল হোসেন নয়ন-এর মেয়ে জান্নাতুল মাওয়া (৯) নামের এক শিশুকে অপহরণের খবর পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে শিশু জান্নাতুল মাওয়া’র মা ও তারই আপন ভাই সু-কৌশলে গত ১৫ ডিসেম্বর ২০২৩ ইংরেজী সকাল ১০ ঘটিকায় ছাতক থানাধীন শিশুটিকে অপহরণ করার অভিযোগ করা হয়। অপরহণের ঘটনায় অপহৃত ভিকটিম জান্নাতুল মাওয়া’র চাচা রাজিব হোসেন বাদী হয়ে তারই ভাইয়ের স্ত্রী রাশেদা আক্তার (২৬) এবং তার ভাই নুরুল আবছার (৩০), উভয় পিতা-সামছুল হুদা, উভয় সাকিন- চম্পকনগর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী, বর্তমান ঠিকানাঃ গ্রাম- কুমারকান্দি, ডাকঘর- সেওতরপাড়া, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জদ্বয়ের বিরুদ্ধে ছাতক থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম জান্নাতুল মাওয়ার পিতা ছাতকের কুমারকান্দি গ্রামের ইকবাল হোসেন নয়ন-এর সাথে মামলার এজাহার বর্ণিত ১নং আসামী রাশেদা আক্তার-এর ২০১৫ ইংরেজী সনে মুসলিম শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের এক বৎসরের মাথায় ২০১৬ সালে ভিকটিম জান্নাতুল মাওয়ার জন্মে হয় এর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। তাদের দ্বন্দ্ব কলহ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে ইকবাল হোসেন নয়ন তার স্ত্রীকে তালাকেরও হুমকি দিলে স্বামী-স্ত্রীর সম্পর্ক চরম আকার ধারণ করে। ঘটনার তারিখে ১৫ ডিসেম্বর ২০২৩ সকালে ভিকটিম জান্নাতুল মাওয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার মা ও মামা মেয়েটিকে সুকৌশলে বাংলাদেশ হইতে  যুক্তরাজ্য নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ভিকটিমকে না পেয়ে তার চাচা প্রশাসনের দ্বারস্থ হয়ে মেয়েটিকে উদ্ধারের নিমিত্তে মামলা দায়ের করেছেন।

 

Watermark