Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৬ আগস্ট ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ

দিরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন

News Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগ কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টায় উপজেলা গণমিলনায়তন হলে উন্মোক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মামুনার রশীদ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংবাদিক ও লটারি আবেদনকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এতে ১২৫ জন আবেদনকারী লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নয়টি ইউনিয়নের ১৮টি পয়েন্টে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ইউএনও সঞ্জীব সরকার বলেন,“খাদ্যবান্ধব কর্মসূচি সরকার ঘোষিত একটি কল্যাণমূলক উদ্যোগ। এখানে কোন ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ হয় নি। লটারির মাধ্যমে আজকের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সবাই সমান সুযোগ পেয়েছেন।”

এ সময় নিয়োগপ্রাপ্ত ডিলারদের দ্রুতই দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে চাল সরবরাহ করা হয়।

Watermark