Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৫ আগস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে পাবনায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

News Image

পাবনা সদর ও পৌরসভা জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক পাঁচ এ আগস্ট উপলক্ষে পথসভা ও বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি পাবনা শহীদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে বিভিন্ন নেতা কর্মীর বক্তব্যে প্রোগ্রামটি সমাপ্ত করা হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, অধ্যাপক আবু তালেব মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমির। আরো উপস্থিতি ছিলেন জেলা জামায়াতের নাইবি আমির মাওলানা জহুরুল ইসলাম খান, অধ্যাপক প্রিন্সিপাল ইকবাল হোসাইন পাবনা সদর আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামি। অধ্যাপক আব্দুল গাফফার খান সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামি পাবনা জেলা, আব্দুর রব পাবনা সদর আমির বাংলাদেশ জামায়াতে ইসলামি, অধ্যাপক আব্দুল লতিফ পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি, অধ্যাপক আব্দুল ওয়াদুদ বিশিষ্ট সমাজ সেবক। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার নিতকর্মীরা উপস্থিতি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,আজকের সেই ঐতিহাসিক পাঁচ এ আগস্ট। বিগত বছরে আজকের এই দিনে এইখানেই দুইজন ভাই শহীদ হয়েছেন নিলয় এবং জাহিদ। কিন্তু আজকে শহীদদের হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হয়নি। বাংলাদেশের মাটিতে এদেরকে বিচার করতে হবে। তিনি আরো বলেন ডি সি এস পি কে উদ্দেশ্য করে বলেন আপনারা যে চেয়ারে বসে আছেন সে চেয়ার আজকে যারা শহীদ হয়েছেন তাদের জন্য এ চেয়ারে বসেছেন কাজেই এদেরকে ভুলে গেলে চলবে না যারা দোষী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরো এ সরকারকে উদ্দেশ্য করে বলেন দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে নইলে বাংলার জনগণ আবারো রাজপথে নেমে আন্দোলন শুরু করবে। তিনি আরো বলেন দেশের শান্তি ফেরাতে ইসলামী শক্তির বিকল্প নাই সকল ইসলামিক দল একমত হয়ে আগামী দিনে একটি সরকার গঠন করা হবে এ সরকার গঠনে সাধারণ জনগণকে পাশে থাকার জন্য আহ্বান করে, প্রোগ্রাম সমাপ্ত করা হয়। সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে যে কোন কর্মসূচিতে থাকার জন্য সবাইকে আহবান করা হয়।

Watermark