Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২ আগস্ট ২০২৫, ০৯:২৮ অপরাহ্ণ

সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে শিক্ষার্থীদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে —–ইমাদ উদ্দিন তালুকদার

News Image

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের জন্যও সম্মান বয়ে আনে। যদি তাদের মধ্যে আল্লাহভীরুতা থাকে তাহলে সমাজের প্রত্যেকটি সেক্টরে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। জীবনের শুরু থেকেই শিক্ষার্থীরা যদি ইসলামী মূল্যবোধ লালন করে বেড়ে ওঠতে পারে তাহলে তাদের দ্বারা তার পরিবার, সমাজ বা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য শিক্ষার্থীদের মধ্যে আল্লাহর ভয় থাকা বাঞ্ছনীয়।

২ আগস্ট, ২০২৫ ঈসায়ী, সকাল ১০ ঘটিকায়, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালাগঞ্জ উপজেলা সভাপতি শেখ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফি,
সংগঠনের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব।
বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাবেক সহ সভাপতি সায়েম ইবনে খায়ের, বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মারুফ আলম তালুকদার মিজু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম,
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুস শহিদ, সাংবাদিক হেলাল আহমদ, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সহ সভাপতি রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, অর্থ সম্পাদক হাসান আহমদ, উপজেলা আল ইসলাহ এর সহ প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, সদস্য কারী আখতারুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক অফিস সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সহ অফিস সম্পাদক আহমেদ হাসান জুমান, প্রশিক্ষণ সম্পাদক আলীনূর, সহ প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ খাঁন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ।

Watermark