Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২ আগস্ট ২০২৫, ০৭:০৪ অপরাহ্ণ

দিরাইয়ে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি গ্রেপ্তার

News Image

 

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়া (৬৫)কে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

তিনি কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের মৃত কামরুজ্জামান চৌধুরীর ছেলে ও দিরাইয়ে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি। শনিবার( ২ আগস্ট ) দুপুর ২টার দিকে দিরাই পৌর শহরের আনোয়ারপুর এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের অভিযানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দিরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় দিরাইয়ে উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করা হয়, আইনী প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Watermark